বন্দরের জেটি এলাকায় কন্টেনার ভেঙে চুরির সময় ধরা

৭ রোল কাপড় ও ৪টি ইয়াবা উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের জেটি এলাকায় কন্টেনার ভেঙ্গে মালামাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে বন্দরের ১৩ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দর কর্তৃপক্ষের সিসিটিভি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়লে নিরাপত্তা বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া (৩৪) নামের একজনকে মাদক এবং মালামালসহ গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ৭ রোল কাপড়, চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম জানান, ট্রাকটি তার নিজের। তিনি একটি কোম্পানির শিট পরিবহনের জন্য বন্দরে প্রবেশ করেন। বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, চুরির ঘটনা প্রতিরোধে সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃতকে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ১৪ বছরেও চালু হয়নি তিনটি ছাত্রাবাস
পরবর্তী নিবন্ধজাকসু : সরে দাঁড়ালেন নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার