বন্দরের জেটিতে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির লাশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর বার্থের ডক অফিস এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল নয়টার দিকে লাশটি কর্ণফুলী নদীর জোয়ারে ভাসছিল। পরে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সদরঘাট নৌ পুলিশ জানায়, লাশটি বিকৃত হয়ে গেছে। মৃতের বয়স চল্লিশ-বিয়াল্লিশ হতে পারে। এ ব্যাপারে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে। ওসি এবিএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচমেক ল্যাবে ২ দিন বন্ধ থাকবে করোনা পরীক্ষা
পরবর্তী নিবন্ধরক্ষা পেল বিরল প্রজাতির দুটি তক্ষক