বন্দরের জায়গা থেকে ১০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ৩:২২ অপরাহ্ণ

নগরের নিউমুরিং তক্তারপুল এলাকার এমপিবি গেইট থেকে নেভি গেইট পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জায়গায় দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে আরও ১০০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বাংলানিউজ
আগের দিন সোমবার (২ নভেম্বর) ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। দুই দিনে মোট ২ একর জায়গা দখলমুক্ত হলো।
বন্দরের অথরাইজড অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ-এর নেতৃত্বে অভিযানে অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ২০ জন শ্রমিক ও ১৫ জন আনসার অংশ নেন।
মুহাম্মদ শিহাব উদ্দিন জানান, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বন্দরের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলাল-সবুজের বগি নিয়ে ঢাকায় গেল সুবর্ণ
পরবর্তী নিবন্ধচবির সাবেক উপাচার্য প্রফেসর নূর উদ্দিন চৌধুরীর স্মরণসভা