বন্দরের কাছে হার মানলো সিটি কর্পোরেশন

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে গতবারের রানার্স আপ চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ নিজেদের দ্বিতীয় খেলায় হার মেনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির কাছে। বন্দর তাদের প্রথম খেলায় মোহামেডান ব্লুজের সাথে ড্র করলেও গতকাল সোমবার নিজেদের দ্বিতীয় খেলায় ৩-১ গোলে সিটি কর্পোরেশনকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখে। সিটি কর্পোরেশন তাদের প্রথম খেলায় বিসিআইসি ক্রীড়া সংসদকে হারিয়ে শুভ সূচনা করেছিল। দুই খেলা শেষে বন্দর ৪ এবং সিটি ৩ পয়েন্ট অর্জন করলো।
গতকাল সোমবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথম এগিয়ে যায় বন্দর। খেলার ৮ মিনিটে সিটি কর্পোরেশনের ডিফেন্সের ভুলে বন্দরের মো. আলী গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। এ সময় বন্দর অনেকটাই আধিপত্য বিস্তার করছিল। এরই ধারাবাহিকতায় খেলায় ২৩ মিনিটে আবারো গোল পায় তারা। এবার বন্দরের জাকির হোসেন জিকু বঙের ভেতরে বল পেয়ে বাঁ পায়ে সিটি কিপারকে পরাভূত করেন (২-০)। ৩৬ মিনিটের সময় সিটি কর্পোরেশন আক্রমনে উঠে। এসময় বঙের ভেতরে তাদের রাসেল আহমদকে ফাউল করেন বন্দরের রিফাত হোসেন। রেফারী বিটুরাজ বড়ুয়া এতে পেনাল্টির বাঁশী বাজান। সিটি কর্পোরেশনের বি লিগের খেলোয়াড় মো. দিদারুল আলম পেনাল্টিতে গোল করলে স্কোর লাইন হয় ১-২। দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে বন্দরের আবদুল্লাহ আল মামুন ফাঁকায় বল পেয়েও বাইরে মেরে সুযোগ হারান। ১১ মিনিটে বন্দর কিপার রাজিব হোসেন দারুন সেভ করেন। সিটি কর্পোরেশনের কংকর বিশ্বাসের সুযোগ সন্ধানী প্রচেষ্টা রুখে দেন তিনি। ১৯ মিনিটে সিটি কর্পোরেশন আক্রমণে যায়। বদলী বোরহানউদ্দিনের সেন্টারে জিল্লুর রহমান হেড দেন। কিন্তু বল আগেই ড্রপ খেয়ে আর জালে যায়নি। ২৮ মিনিটে বন্দরের আবদুল্লাহ আল মামুনের দুর্দান্ত প্লেসিং সিটি কিপার কর্ণারের বিনিময়ে রক্ষা করেন। খেলার ৪২ মিনিটে আবারো এগিয়ে যায় বন্দর। মাঝ মাঠ থেকে বলের যোগান পেয়ে অফ সাইড ট্র্যাপ ভেদ করে দলের জাকির হোসেন জিকু ঠান্ডা মাথায় আগুয়ান সিটি কিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন(৩-১)। এ অর্ধের ইনজুরি টাইমে সিটি কর্পোরেশনের বদলি খেলোয়াড় তৌহিদুল আলম দারুন শট নেন। কিন্তু বল ক্রসবারে লেগে প্রতিহত হলে আসাদুর রহমানের প্রশিক্ষণাধীন সিটি কর্পোরেশন একাদশকে হার মেনে মাঠ ছাড়তে হয় এজহারুল হক টিপুর বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির কাছে। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির জিল্লুর রহমান জিকু। তার হাতে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী কমিটির সহ-সভাপতি এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল)।
আজকের খেলা: চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এবং মাদারবাড়ী উদয়ন সংঘ। বিকাল ৪টায় এ খেলা চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বয়সভিত্তিক সাঁতারে চট্টগ্রামের তিনটি স্বর্ণ
পরবর্তী নিবন্ধসু চি ক্লান্ত, শুনানির সময় কমানোর আবেদন