বন্দরের অভ্যন্তরে আরো রেজিস্ট্রেশনবিহীন গাড়ি

৭ ট্রেইলারকে ৭০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে রেজিস্ট্রেশনবিহীন আরো গাড়ি ধরা পড়েছে। গতকাল বন্দরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রেজিস্ট্রেশনবিহীন ৭টি কন্টেনার ট্রেইলারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। এ অ্যান্ড জে ট্রেডার্স নামের বেসরকারি একটি বার্থ অপারেটর রেজিস্ট্রেশন না করিয়ে এসব গাড়ি ব্যবহার করছিল। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিআরটিএ যৌথভাবে বন্দরের অভ্যন্তরে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করে। অভিযানকালে এ অ্যান্ড জে ট্রেডার্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ৭টি যানবাহনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে হেলপার দিয়ে যানবাহন পরিচালনার দায়ে অপর একটি ট্রেইলারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ নিয়ে গত দুদিনে বন্দরের অভ্যন্তরে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর দায়ে মোট ৩ লক্ষ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এখন থেকে বন্দরের অভ্যন্তরে নিয়মিত অভিযান পরিচালিত হবে। যারা গাড়ি রেজিস্ট্রেশন করেনি তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশের প্রধান এই সমুদ্রবন্দরের অভ্যন্তরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কয়েকশ রেজিস্ট্রেশনবিহীন গাড়ি পরিচালনা করছে। এক্ষেত্রে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। ৮ অক্টোবর সাইফ পাওয়ারটেক নামের বেসরকারি বার্থ অপারেটরের অন্তত ৬০টি গাড়ি রেজিস্টেশনবিহীন অবস্থায় ধরা পড়ে। এর মধ্যে সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে ১০টি গাড়ির বিপরীতে সাইফ পাওয়ারটেককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধ২ একর জবরদখলকৃত বনভূমি উদ্ধার
পরবর্তী নিবন্ধবদ্ধ পানিতে এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে জরিমানা