নতুন ট্যারিফ শিডিউল কার্যকরকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম বন্দরে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। লরি, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভার, ট্রেইলারসহ ভারী যানবাহনের প্রবেশ ফি’র বর্ধিত ট্যারিফ স্থগিত করায় গাড়ি চলাচল শুরুর পর গতকাল সকালে চার ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের কর্মকর্তা–কর্মচারীদের বন্দরে প্রবেশসহ সংশ্লিষ্ট সব বর্ধিত ট্যারিফ স্থগিতের আশ্বাসে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কর্মসূচি স্থগিত করেছে। ফলে বন্দর এবং ডিপোতে আটকে পড়া কয়েক হাজার কন্টেনার পরিবহনে গতির সৃষ্টি হয়েছে। তবে পোর্ট কানেক্টিং রোডের যানজটে বন্দরের গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।
বর্ধিত ট্যারিফকে কন্দ্র করে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়। পোর্ট ইউজার্স ফোরামের আল্টিমেটাম, লরি, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভার, ট্রেইলার মালিকদের গাড়ি না চালানো এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের চার ঘণ্টার কর্মবিরতির কারণে বন্দর থেকে কন্টেনার ডেলিভারি অনেক কমে গিয়েছিল। একইভাবে বেসরকারি ডিপোগুলো থেকে বন্দরে কন্টেনার পরিবহনও বন্ধ হয়ে যায়। ডিপো থেকে কন্টেনার নিতে না পারায় বিদেশি জাহাজকে রপ্তানি পণ্য না নিয়ে বন্দর ছাড়তে হয়েছে। অচলাবস্থার কারণে ১৯টি ডিপোতে প্রায় সাড়ে ৮ হাজার এবং বন্দরে কয়েক হাজার কন্টেনার আটকা পড়ে। চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ ধারণক্ষমতা ৫৯ হাজার টিইইউএসের স্থলে রোববার সকালে ৪৪ হাজার ৫৭৭ টিইইউএস কন্টেনার ছিল।
চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, এটি ধর্মঘট বা কর্মবিরতি নয়। ৫৭ টাকার গেট পাস ২৩০ টাকা করার ঘোষণার পর ১৪ অক্টোবর রাত থেকে আমরা ট্রেইলার চলাচল বন্ধ রাখি। তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষ ট্যারিফ অপরিবর্তিত রাখার ঘোষণা কার্যকর করায় রোববার বিকাল থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে। অপর একটি সূত্র জানিয়েছে, রোববার বিকাল থেকে গাড়ি চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে পোর্ট কানেক্টিং রোডের যানজটে পণ্য পরিবহন কিছুটা ব্যাহত হচ্ছে। সময়মতো বন্দরে গাড়ি পৌঁছাতে পারছে না। বন্দর থেকে বেরিয়ে ডিপোতে কন্টেনার পৌঁছাতেও বাড়তি সময় লাগছে। যানজট নিয়ন্ত্রণে থাকলে কন্টেনার পরিবহনে আরো গতি আসবে।
চিটাগাং ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম বলেন, আমরা রোববার সকাল থেকে প্রতিদিন চার ঘণ্টার কর্মবিরতির কর্মসূচি শুরু করেছিলাম। কিন্তু রোববার গভীর রাতে আমাদেরকে জানানো হয়, বন্দর কর্তৃপক্ষ আমাদের কর্মকর্তা–কর্মচারীদের বর্ধিত গেট পাস স্থগিত ও প্রত্যাহারের আশ্বাস দিয়েছে। এ কারণেই সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। ফলে রোববার বিকাল থেকে কাজ পুরোদমে চলছে।
বন্দর সূত্র জানায়, অচলাবস্থার কারণে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কন্টেনার ডেলিভারি নেমে এসেছিল মাত্র ২৯৫টিতে। কিন্তু কাজে গতি আসায় রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭৪২টিতে। এই ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ৭ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। রোববার সকাল থেকে পরবর্তীতে ৭ ঘণ্টা যদি গাড়ি চলাচল স্বাভাবিক থাকত তাহলে কন্টেনার ডেলিভারির পরিমাণ ৫ হাজার ছাড়িয়ে যেত।
প্রচুর কন্টেনার খালাস হচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ব্যবসায়ী শিল্পপতিরা তাদের পণ্য খালাস করে নিয়ে যাচ্ছেন। কন্টেনার ডেলিভারি বাড়ায় ইয়ার্ডে আটকে পড়া কন্টেনারের সংখ্যা কিছুটা কমে এসেছে। গতকাল বন্দরের ইয়ার্ডে ৪৩ হাজার ৯৪৭ টিইইউএস কন্টেনার ছিল। এই সংখ্যা ধারণক্ষমতার অনেক কম। তবে আরো একটু কম থাকলে কাজে সুবিধা হয়, ইকুইপমেন্ট মুভমেন্টে গতি আসে। আমরা এই সংখ্যা আরো কমিয়ে আনার চেষ্টা করব।