বন্দরসহ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগে চট্টগ্রামের মেধাবীদের অধিকার নিশ্চিতের দাবিতে গতকাল বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু। সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় সমাবেশে বক্তারা চট্টগ্রাম বন্দরসহ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫০ শতাংশ বিভাগীয় কোটার দাবি জানান। একই সাথে বন্দরের নিয়োগে চট্টগ্রামের মেধাবীদের বাদ দেওয়াসহ সকল ষড়যন্ত্র মোকাবেলায় কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন।
সভায় বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের সহসভাপতি ফখরুল ইসলাম পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, ক্রীড়া সম্পাদক আবু তারেক রনি, সম্পাদকমণ্ডলীর সদস্য শাহরিয়ার হাসান, কবীর আহমেদ, আবদুল আল আহাদ, শরীফুল ইসলাম আদনান, এম হাসান আলী, শুভ ঘোষ, সালাহ উদ্দিন বাবু, মিজানুর রহমান, আরাফাত রুবেল, শেখর দাশ, ডাবলমুরিং থানা ছাত্রলীগ সভাপতি ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক রাকিব হায়দার, বন্দর থানা ছাত্রলীগ সভাপতি মো. কাইয়ুম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, আকবর শাহ থানা সভাপতি জুয়েল সিদ্দিকী, ইসলামি কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মো. ইমতিয়াজ, ছাত্র সংসদের জিএস ইবনে জামান ডায়মন্ড, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা সৈয়দ আনিসুর রহমান, ইমাম উদ্দিন নয়ন, সিটি কলেজ ছাত্রলীগ নেতা রাজন, সাঈফ উদ্দিন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম প্রমুখ।পরে একটি বিক্ষোভ মিছিল দারুল ফজল মার্কেটের সংগঠন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, বন্দরে কম্পিউটার অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামে মহানগর ছাত্রলীগ।