গার্মেন্টসসহ সকল কারখানায় ছাঁটাই বন্ধ, রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, চিনিকল বন্ধের পায়তারা বন্ধ, অভিবাসী শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা প্রদান, আউটসোর্সিংয়ের পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের স্থায়ী নিয়োগ, সবার জন্যে রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকাল ৪টায় নগরীর বন্দরটিলা সিটি কর্পোরেশন মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক শফিউদ্দিন কবির আবিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা নেতা মো. সুমন, নাসির উদ্দিন, সুরুজ মিঞা, ফিরোজ গাজী, মো. শুক্কুর। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন কারখানায় ছাঁটাই, লে-অফ, হয়রানি থেমে নেই।
ন্যায্য পাওনার দাবিতে আন্দোলন করলে শ্রমিকদের উপর পুলিশ লেলিয়ে দেওয়া হয়। তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা প্রায় দুই মাস জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছিল। অসুস্থ হয়ে একজন মৃত্যুবরণও করেছে। অথচ তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিকে সরকার গুরুত্ব দেয়নি। বরং ভোর রাতে তাদের উপর পুলিশি আক্রমণ চালিয়েছে। এর মতো রাষ্ট্রীয় নির্মম কী আর হতে পারে? প্রেস বিজ্ঞপ্তি।