নগরীতে এক অগ্নিকাণ্ডে কাঁচা ও সেমিপাকা ১৪টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার ভোরে বন্দরটিলা এলাকায় বাহাদুর শাহ মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শনিবার ভোর পৌনে ৬টার দিকে খবর পেয়ে ৩টি স্টেশনের ৬টি গাড়িযোগে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১১টি কাঁচা ও ৩টি সেমি পাকাসহ মোট ১৪টি দোকান পুড়ে যায়। এর মধ্যে কাপড়ের দোকান ও মুদির দোকান ছিল বলে জানান ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।










