চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার একেএম মাহবুবুর রহমানের সাথে সাক্ষাত করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামসহ পরিচালনা পর্ষদ। গতকাল দুপুরে সাক্ষাতকালে সৈয়দ নজরুল ইসলাম বলেন, মিরসরাই ও আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল, কর্ণফুলী টানেলসহ সরকারের ব্যাপক উন্নয়নযজ্ঞের ধারাবাহিকতায় চট্টগ্রামে বিদেশি বিনিয়োগসহ নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠছে। এক্ষেত্রে চলমান মন্দা অবস্থা উত্তরণে পোশাক শিল্প সংশ্লিষ্ট বন্ডের কার্যক্রম সহজ ও দ্রুততার সঙ্গে সম্পাদন করে চট্টগ্রামে বিদেশি বিনিয়োগ ও রফতানি বৃদ্ধিকল্পে কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বন্ড কমিশনার একেএম মাহবুবুর রহমান বলেন, জাতীয় অর্থনীতি ও আর্থসামাজিক উন্নয়নসহ ব্যাপক কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। দেশীয় শিল্প হিসেবে পোশাক শিল্পে বর্তমান মন্দাবস্থা উত্তরণে বন্ড সংশ্লিষ্ট কার্যক্রম সহজীকরণ পূর্বক দ্রুত অনুমোদন দেয়ার আশ্বাস দেন। এছাড়াও পারস্পরিক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম ও বিজিএমইএ বিরাজমান সমস্যাদি দ্রুত নিরসনে কাজ করবে মর্মে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে চট্টগ্রামে পোশাক শিল্পে বিরাজমান সমস্যাসহ সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য রাখেন বিজিএমইএ পরিচালক ও সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সাবেক প্রথম সহ-সভাপতি এরশাদ উল্ল্যাহ, এসএম আবু তৈয়ব, নাসিরউদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি এএম চৌধুরী সেলিম, সাবেক পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী ও অঞ্জন শেখর দাশ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এমডিএম মহিউদ্দিন, তানভীর হাবিব, এএম শফিউল করিম খোকন, মো. হাসান জেকি, এম. এহসানুল হক, মিরাজ-ই- মোস্তফা কায়সার, সাবেক পরিচালক লিয়াকত আলী চৌধুরী ও মোহাম্মদ মুসা। কাস্টমস বন্ড কমিশনারেটের পক্ষে- অতিরিক্ত কমিশনার মাহফুজুল হক ভূঁইয়া, সহকারী কমিশনার কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।










