চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভুঁঞার সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ এসোসিয়েশনের নেতারা। গতকাল বিকেলে বন্ড কমিশনারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ীরা কমিশনারের নিকট ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বন্ড কমিশনার তাদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং ভবিষ্যতে উভয়পক্ষ একে অপরকে সহযোগিতা আশ্বাস দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল, যুগ্ম–সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, পরিচালক ইকবাল পারভেজ, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ আরিফ হোসেন, তৌফিকুল আলম, সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য আব্দুল ওয়াজেদ সোহেল এবং কেফায়েত উল্লাহ জাবেদ প্রমুখ।