কক্সবাজারের চকরিয়ায় বনের ভেতরে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ হানিফ (৭০) বনের ভেতর থেকে ঝাড়ু সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীনস্থ ফুলছড়ি বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের খুটাখালী ইউনিয়নের নরফাঁড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হানিফ খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার মৃত ছৈয়দ আহমেদের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুর মোহাম্মদ পেঠান মুন্সি ও লাশ উদ্ধারকারী হামিদ।
তারা জানান, ওই বৃদ্ধ প্রতিনিয়ত বনে যান ফুলঝাড়ু সংগ্রহ করতে। গতকাল সকালেও তিনি বনের ভেতর যান। এ সময় একটি বন্য হাতির সামনে পড়ে গেলে ওই বৃদ্ধকে আক্রমণ করে হত্যা করে হাতিটি।