বনে কাজ করার সময় গরমে অসুস্থ, কয়েক ঘণ্টা পর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মো. তৌহিদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দিনের বেলায় প্রচণ্ড গরমে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর বনবিভাগ কর্তৃক নিয়োজিত শ্রমিক হিসেবে ওই যুবক জঙ্গল পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে সেখানে অসুস্থ বোধ করলে বাড়িতে নিয়ে আসা হয় তাকে। কিন্তু এর কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

উপজেলার সুরাজপুরমানিকপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মানিকপুর উত্তর পাড়া প্রকাশ জমিদার পাড়াস্থ নিজ বাড়িতে গত মঙ্গলবার রাতে ওই যুবক মারা যায়। সে ওই গ্রামের মো. কামাল হোসেনের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুরাজপুরমানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, এসএসসি পর্যন্ত পড়ুয়া যুবক তৌহিদ প্রবাসে চলে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছিল পরিবার। তবে প্রবাসে যাওয়ার আগ পর্যন্ত সে বনবিভাগের নিয়োজিত শ্রমিক হিসেবে মানিকপুরের সংরক্ষিত বনাঞ্চলের ভেতর জঙ্গল পরিষ্কারের কাজ করে আসছিল। গত মঙ্গলবারও সকাল থেকে যথারীতি সে বনের জঙ্গল পরিষ্কার করতে যায় অন্যদের সঙ্গে। কিন্তু অতিরিক্ত গরমের কারণে বিকালে দিকে সে অসুস্থবোধ করলে বাড়িতে নিয়ে আসা হয়। এর কয়েক ঘণ্টা পর সে বাড়িতেই মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির সড়কে ১০ হাজার গাছ লাগাবে সওজ
পরবর্তী নিবন্ধনফস দমন করে আত্মশুদ্ধি অর্জন করতে হবে