জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৬) বন ধ্বংস বন্ধে বিশ্ব নেতারা যে ঘোষণা দিয়েছেন, তাতে বাংলাদেশ একাত্মতা প্রকাশ না করায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গ্লাসগো জলবায়ু সম্মেলন থেকে ওই ঘোষণা আসার পরদিন গতকাল বুধবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশের এমন সিদ্ধান্ত চূড়ান্ত হতাশাজনক এবং অবিশ্বাস্য। খবর বিডিনিউজের।