বনানী থানায় জিডি

নিপুণকে হুমকি

| বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নেওয়া চিত্রনায়িকা নিপুণ আক্তার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল মঙ্গলবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন তিনি নিজেই। নিপুণ বলেন, গত সোমবার সকাল ৮টায় আমি বনানীর বাসা থেকে ফুল কেনার জন্য বনানী সুপার মার্কেটে যাই। গাড়ি থেকে নামার সময় কয়েকজন লোক আমার দিকে এগিয়ে আসেন। আমি তাদের ভিক্ষুক ভেবেছিলাম। খবর বাংলানিউজের। পরে তারা কাছে এসে মামলাটা তুলে নিতে বলেন। না হলে বিষয়টি ভালো হবে না বলেও হুমকি দেন। আমার মনে হয়, মামলা বলতে চলমান আদালতের যে আপিল সেটার কথা বলেছেন। তাই আমি বনানী থানায় জিডি করেছি। এদিকে নিপুণ দাবি করেছেন, তিনি এখনো বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন রেখেছেন হাইকোর্ট। নিপুণের আইনজীবীর আবেদনে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যা মুখোপাধ্যায় যার কণ্ঠ জড়িয়ে বাঙালির অবিস্মরণীয় এক দিনে
পরবর্তী নিবন্ধআবারো সেরা জয়া