মাতারবাড়ীসহ সমগ্র মহেশখালীর বনাঞ্চল ও কৃষি জমি রক্ষার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), মহেশখালী জন–সুরক্ষা মঞ্চ, কোহেলিয়া নদী রক্ষা কমিটি ও পরিবেশ প্রাণ–প্রকৃতি সুরক্ষা পরিষদ মহেশখালীর যৌথ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকাল ৪টায় বাপা মহেশখালী শাখার সহসভাপতি ডা. মো. এয়াকুব আলীর সভাপতিত্বে ও মহেশখালী জন–সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাও. মো. মহসিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সহসভাপতি মাস্টার মো. নুর নবী, মহেশখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শওকত ইকবাল মুরাদ, মহেশখালী জন–সুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ, মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক। উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খাঁন, বাপা মহেশখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, বাপা মহেশখালী শাখার সদস্য মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।