বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় গুরু পরিনির্বাণপ্রাপ্ত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৬তম জন্মোৎসব উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে বিভিন্ন দুর–দুরান্ত থেকে হাজারো বৌদ্ধ পুণ্যার্থীর ঢল নেমেছে। পুণ্যার্থীদের শ্রদ্ধাঞ্জলির ফুলে ছেয়ে গেছে বিশেষ কফিনে রাখা সাধনানন্দ মহাস্থবির বনভান্তের পরিনির্বাণ প্রাপ্ত দেহধাতুটি। গতকাল বুধবার সকালে রাঙামাটি রাজবন বিহারে বনভান্তের ১০৬তম জন্মোৎসবে কেক কাটেন ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। শেষে বুদ্ধ পতাকা উত্তোলন করেন ভিক্ষু সংঘ ও সমবেত বৌদ্ধপুণ্যার্থীরা। পরে বুদ্ধপূজা, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, ত্রিপিটক পাঠ, প্রদীপ পূজা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ধর্মীয় আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে পূণ্যার্থীদের ধর্মদেশনা প্রদান করেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ও ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক জিনবোধি মহাস্থবিরসহ অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা। ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাজবন বিহার উপাসক–উপাসিকা কার্যনিবার্হী পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, সাধারণ সম্পাদক অমীয় খীসাসহ অন্যান্যরা। উল্লেখ্য, বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোরঘানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৩ বছর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) করেন। তখন থেকে তার মরদেহটি রাঙামাটি রাজবন বিহারে বিশেষ কফিনের মাধ্যমে বৌদ্ধপূণার্থীদের দর্শনের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।