বনবিভাগের পৃথক অভিযানে চারশ ঘনফুট কাঠ জব্দ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৮:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগর ও সীতাকুণ্ডে অভিযান পরিচালনা করে দুটি কাভার্ডভ্যানসহ ৪২০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বনবিভাগ। গত রবিবার পৃথক অভিযানে কাভার্ডভ্যান বোঝাই এসব কাঠ জব্দ করা হয়।

শুরুতে এদিন সকাল সাতটায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যান বোঝাই আড়াইশ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে বন বিভাগের ফৌজদারহাট বিট কর্মকর্তারা।

এরপর সকাল ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অঙিজেন মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যান বোঝাই আরও ১৭০ দশমিক ৭৯ ঘনফুট কাঠ জব্দ করে শহর রেঞ্জের কর্মকর্তারা। জব্দ করা এসব সেগুন কাঠের আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের উপ বন সংরক্ষক এস এম কায়সার।

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫০
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু