ফটিকছড়ির দাঁতমারায় বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা ঘর উচ্ছেদ করেছেন বন কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে ১ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে ও এসিএফ হাছানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নারায়ণহাট রেঞ্জের আওতাধীন দাঁতমারা বনবিভাগে এই অভিযান পরিচালনা করেন নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিত চৌধুরী ও দাঁতমারা বিট কর্মকর্তা ইউনূস।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি দাঁতমারা ইউনিয়নে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ ঘর উচ্ছেদ করেছিল বিনবিভাগ।







