চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ইতিমধ্যে শেষ হয়েছে প্রিমিয়ার এবং প্রথম বিভাগ ফুটবল লিগ। এবার তাদের আয়োজনে শুরু হচ্ছে বনফুল ২য় বিভাগ ফুটবল লিগ। আগামীকাল ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রাম এম.এ আজিজ ষ্টেডিয়ামে এ লিগের উদ্বোধন করবেন বনফুল গ্রুপের চেয়ারম্যান এম.এ মোতালেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। গতকাল রোববার লিগ শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন সিজেকেএস জিমন্যাশিয়ামস্থ সিডিএফএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল। তিনি জানান, এবারের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে নির্ধারিত ১০টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলসমূহকে লটারীর মাধ্যমে ২ গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ অনুযায়ী দলগুলো হল: গ্রুপ-এ: আবাহনী লিমিটেড জুনিয়র, কিষোয়ান স্পোর্টিং ক্লাব, পাইরেট্স অব চিটাগাং, মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা, গ্রুপ-বি: লিটল ব্রাদার্স, চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীন, রাঙ্গুনীয়া উপজেলা ক্রীড়া সংস্থা, আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ, সিএমপি ফুটবল দল। গ্রুপ লীগ পদ্ধতিতে খেলাসমূহ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দুটি করে চারটি দল সুপার ফোরে সরাসরি লিগ পদ্ধতি অংশগ্রহণ করবে এবং উভয় গ্রুপের সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দুইটি করে দল রেলিগেশন পর্বে অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন দল প্রথম বিভাগে উত্তীর্ণ হবে। সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী ২টি দল তৃতীয় বিভাগে নেমে যাবে। এ লিগে সর্বমোট ৩২টি খেলা অনুষ্ঠিত হবে। সব খেলা এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ টাকা মাত্র। এর মধ্যে চার লক্ষ টাকা স্পন্সর প্রতিষ্ঠান বনফুল গ্রুপ প্রদান করবে। উল্লেখ্য, বিগত ২০ বছর যাবত ধারাবাহিকভাবে ২য় বিভাগ ফুটবল লিগ বনফুল গ্রুপের স্পন্সরে অনুষ্ঠিত হচ্ছে। সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম এবং স্পন্সর প্রতিষ্ঠান বনফুল গ্রুপের জেনারেল ম্যানেজার আমানুল আলম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, নির্বাহী সদস্য কাজী মো. জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর এস.এম ইকবাল মোর্শেদ, সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত পাপলু প্রমুখ। লিগের উদ্বোধনী দিনে বেলা ১.৩০টায় প্রথম খেলায় অংশগ্রহণ করবে আবাহনী লিমিটেড জুনিয়র বনাম হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা। বিকাল ৩টায় দিনের ২য় খেলায় অংশগ্রহণ করবে কিষোয়ান স্পোর্টিং ক্লাব বনাম মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব।