বনফুল সিজেকেএস-সিডিএফএ ২য় বিভাগ ফুটবল লিগে গতকাল বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব ১-১ গোলে মাদারবাড়ি শোভানিয়া ক্লাবের সাথে ড্র করে।
দিনের দ্বিতীয় খেলায় সাউথ এন্ড ক্লাব ২-১ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীনকে পরাজিত করে। আজ দুপুর ১২.৩০ টায় খেলবে পাইরেট্স অব চিটাগাং এবং হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা।
দুপুর ২.৩০ টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে আগ্রাবাদ কমরেড ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ।