সিজেকেএস-সিডিএফএ আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগ চলমান রয়েছে। এর মাঝেই শুরু হয়েছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। গতকাল ১২ নভেম্বর সকাল ১০টায় বনফুল ২য় বিভাগ ফুটবল লিগের উদ্বোধন হয়েছে। গতকালের উদ্বোধনী ম্যাচে আগ্রাবাদ কমরেড ক্লাব মাদারবাড়ি শোভনীয়া ক্লাব ১-১ গোলে ড্র করে। খেলার ১৭ মিনিটে শোভনীয়া ক্লাবের অপু গোল করেন। অন্যদিকে ৩৯ মিনিটের সময় কমরেড ক্লাবের সোহান পেনাল্টি থেকে গোল পরিশোধ করে দেন। আজ সকাল ৯টায় খেলবে সিএমপি ফুটবল দল এবং সাউথ এন্ড ক্লাব। এর আগে এম.এ আজিজ স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান বনফুল লি: এর জেনারেল ম্যানেজার আমানুল আলম।
সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএফএ সহ-সভাপতি মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, হারুন অর রশীদ, কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, মাকসুদুর রহমান বুলবুল, আক্তারুজ্জামান, সরোয়ার আলম মনি, সাইফুল্লাহ চৌধুরী, মসিউল আলম চৌধুরী স্বপন, সালাউদ্দিন জাহেদ প্রমুখ।