বনফুল সিজেকেএস-সিডিএফএ ২য় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ এন্ড ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের শেষ লিগ ম্যাচে সাউথ এন্ড ক্লাব ২-০ গোলে মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের মুন্না ও জিকু শীল গোল করেন। এ জয়ের ফলে সাউথ এন্ড ক্লাব ৯ ম্যাচে এক পরাজয় ও ২ ড্র নিয়ে সর্বোচ্চ ২০ পয়েন্ট পেয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সমসংখ্যক খেলায় মুক্তকণ্ঠের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলা শোভনীয়া ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে রানার্স আপের দৌড়ে এগিয়ে রয়েছে। ২০২১ সালে ৩য় বিভাগ চ্যাম্পিয়ন এবং পরের মওসুমেই ২য় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করায় সাউথ এন্ড ক্লাবের সভাপতি মসিউল আলম স্বপন, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ চৌধুরী ও ফুটবল কমিটির চেয়ারম্যান মহসিন বাদশা ক্লাবের সকল খেলোয়াড়, কর্মকর্তা ও কোচসহ সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে গতকালকের ১ম খেলায় আবাহনী লিমিটেড জুনিয়র ১-১ গোলে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাথে ড্র করে। আগামী ১৭ডিসেম্বর দুপুর ১২.৩০টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীন বনাম মাদারবাড়ি শোভানিয়া ক্লাব এবং দুপুর ২.৩০টায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ বনাম হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা পরস্পরের মোকাবেলা করবে।