বনফুল সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের ৪৬তম বার্ষিক সাধারণ সভা (২০২৩–২৪)ও কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৪–২০২৭) নগরীর ও আর নিজাম রোডস্থ হোটেল ওয়েলপার্কে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন বনফুলের সভাপতি জাহানারা বেগম। পবিত্র কোরআন তেলওয়াত করেন সাধারণ সদস্য মোহাম্মদ ফাহমিদুর রহমান।
সভার শুরুতে সাধারণ সদস্য, কার্যকরী পরিষদ সদস্য, বনফুলের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। গত ১৬ ডিসেম্বর বনফুলের প্রতিষ্ঠাতা মাহফুজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় কোরাম পূর্ণ হওয়ার পর সভাপতি জাহানারা বেগম স্বাগত বক্তব্য দেন। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কনফুলের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক রেজিয়া বেগম। আয় ব্যয়ের হিসাব এবং বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ শামীম এ জান্নাত। আয় ব্যয়ের হিসাব, বার্ষিক প্রতিবেদন, বাজেট প্রণয়নে কার্যকরী পরিষদের সাথে সার্বক্ষণিক সহযোগিতা করেন পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান। সভায় বার্ষিক প্রতিবেদন ২০২৩–২০২৪, আয়–ব্যয় হিসাব ২০২৩–২০২৪ এবং ২০২৪–২০২৫ অর্থ বছরের বাজেট ও অডিটর নিয়োগ অনুমোদন করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি শহীদ উল্ল্যাহ ও সাধারণ সদস্য মোঃ নিজাম উদ্দিন। ২য় পর্বে কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কার্যকরী পরিষদে জেসমিন সুলতানা পারু সভাপতি, মোঃ শহিদ উল্লাহ সহ সভাপতি, কামরুন নাহার সাধারণ সম্পাদক, শামীম এ জান্নাত কোষাধ্যক্ষ, জাহানারা বেগম সদস্য, মনোয়ারা বেগম সদস্য এবং ফেরদৌস পারভীন পলি সদস্য নির্বাচিত হন। সবশেষে নবাগত কমিটির সভাপতি জেসমিন সুলতানা পারুর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।