বনফুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন কিষোয়ান

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৪৭ পূর্বাহ্ণ

বনফুল সিজেকেএস সিডিএফএ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের শিরোপা জিতেছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব এবং রানার্স আপ হয়েছে সিএমপি ফুটবল দল। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের শেষ খেলায় কিষোয়ান এবং সিএমপি অবতীর্ণ হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। এটি ছিল লিগের শিরোপা নির্ধারণী খেলা। লিগ শিরোপার জন্য কিষোয়ানের প্রয়োজন ছিল খেলা ড্র করা। অন্যদিকে সিএমপির দরকার পড়ে খেলায় জয়লাভ করা। দু’দলের খেলা ড্র হওয়ায় শিরোপা সুপার ফোর পর্বে ৩ খেলায় সর্বোচ্চ ৭ পয়েন্ট অর্জনকারী কিষোয়ানের দিকে হেলে পড়ে। অন্যদিকে সমান খেলায় ৫ পয়েন্ট পাওয়া সিএমপিকে রানার্স আপের মর্যাদা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আগামী মওসুমে চ্যাম্পিয়ন কিষোয়ান প্রথম বিভাগ ফুটবল লিগে খেলার সুযোগ পাবে।
গতকালের খেলায় শুরু থেকেই শিরোপা জয়ের আশায় দুই দল সমান তালে লড়তে থাকে। তাদের এ প্রচেষ্টায় প্রথমার্ধেই দুটি গোল হয়ে যায়। খেলায় প্রথম এগিয়ে যায় চ্যাম্পিয়ন কিষোয়ান। তবে খেলার ১৫ মিনিটেই সিএমপি ফুটবল দল এগিয়ে যেতে পারতো। এ সময় ওপেন নেট মিস করে তারা। ২৩ মিনিটে গোল করে কিষোয়ান। সিএমপি দলের রক্ষণভাগের অফসাইড ট্র্যাক ব্যর্থ হলে কিষোয়ানের ইকবাল হোসেন আগুয়ান কিপারকে ফাঁকি দিয়ে গোল করেন(১-০)। তবে খেলার ৩২ মিনিটে সে গোল শোধ করে দেয় সিএমপি ফুটবল দল। তাদের লম্বা থ্রো কিষোয়ান গোল মুখে জটলার সৃষ্টি করে। সেখানে বল পেয়ে যান রাসেল বিশ্বাস। তিনি টোকায় বল জালে জড়িয়ে দেন (১-১)। খেলায় সমতা আসার পর দু’দলই মরিয়া চেষ্টা করে খেলার যাওয়ার জন্য। কিন্তু প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি আর।
দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। গোল করার কিছু সুযোগ সৃষ্টি হলেও তা থেকে গোল করতে পারেনি কেউই। তবে আক্রমণাত্মক খেলতে গিয়ে ফাউল করে খেলার প্রবণতাও দেখা যায়। বিশেষ করে জয়লাভই লক্ষ্য হওয়ায় সিএমপি দল বাড়তি চাপ দিয়ে খেলতে থাকে। এ থেকে গোল না হলেও খেলায় ব্যাঘাত সৃষ্টি হয় এবং মাঝে মাঝে খেলোয়াড়রাও সংঘর্ষে যায়। তবে শেষ পর্যন্ত খেলা ভালোয় ভালোয় অমিমাংসিতভাবে সমাপ্ত হলে কিষোয়ানের খেলোয়াড়রা চ্যাম্পিয়নের আনন্দে উল্লাসে ফেটে পড়ে। এ সময় খেলা পরিচালনা শেষে মাঠ থেকে ফেরত আসার পথে রেফারীদের দিকে এক সিএমপি কর্মকর্তাকে উত্তেজিত ভঙ্গিতে এগিয়ে যেতে দেখা যায়।
গতকাল সুপার ফোর পর্বে দিনের প্রথম খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীন ১-০ গোলে মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শুভ চৌধুরী গোল করেন। লিগে নওজোয়ান গ্রীন ৩য় এবং মাদারবাড়ী মুক্তকণ্ঠ ৪র্থ স্থান অধিকার করেছে।
দিনের দ্বিতীয় খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্পন্সর প্রতিষ্ঠান বনফুল গ্রুপের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান এম.এ মোতালেব। সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের সঞ্চালনায় উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, সিডিএফএ সহ-সভাপতি মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, সিডিএফএ নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ ইসহাক, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, প্রবীণ কুমার ঘোষ, লুৎফুল করিম সোহেল, মোহাম্মদ আবু জাহেদ, মো: জাহেদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজয়ের জন্যই খেলছেন তাসকিনরা
পরবর্তী নিবন্ধচতুর্থ টিকার প্রয়োজন নেই : ব্রিটেন হাসপাতালে শিশুভর্তির রেকর্ড যুক্তরাষ্ট্রে