বনজৌর জিইসি এবং বনজৌর চট্টগ্রাম বোট ক্লাব এই দুই শাখার কর্মকর্তা–কর্মচারীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং বনজৌর পরিবারের সকল পরিচালক ও অতিথিবৃন্দের উপস্থিতিতে যৌথ ওরিয়েন্টেশন অনুষ্ঠান বনজৌর ব্যাংকোয়েট হলে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই দুই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা–কর্মচারী, বনজৌর পরিবারের পরিচালকবৃন্দ এবং আগত অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এই পর্বটি পারস্পরিক পরিচিতি, আন্তরিকতা ও একত্রীকরণের উষ্ণ আবহ সৃষ্টি করে, যা পুরো অনুষ্ঠানের জন্য একটি ইতিবাচক সূচনা তৈরি করে। মধ্যাহ্ন ভোজ শেষে নতুন কর্মীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অতিথিবৃন্দকে সম্মানের সাথে অভ্যর্থনা জানানো হয়। পরে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়, যা ওরিয়েন্টেশন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে বিভিন্ন ধর্মাবলম্বী কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ধর্মীয় পাঠ অনুষ্ঠানটিকে আরও পবিত্র ও হৃদয়স্পর্শী করে তোলে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সরোজ কান্তি চৌধুরী। তাঁর উদ্বোধনী বক্তব্যে তিনি সুস্থ ও মানবিক কর্মপরিবেশ, শৃঙ্খলা, পেশাগত সততা এবং দায়িত্বশীলতার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের প্রফেসর ডাঃ বিনয় পাল।
তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে দায়িত্বশীলতা, সততা, অভিজ্ঞতা ও নতুন কর্মীদের সঠিক দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি তার মানুষ; নতুন কর্মীরাই ভবিষ্যতের আলোকবর্তিকা সঠিক প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তারাই আগামী দিনের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে তুলবে। এরপর বনজৌর পরিবারের কর্ণধার ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে দুই শাখার পরিচালকগণ, সিনিয়র কর্মকর্তা, ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেক কাটিং শিরোমনি, যেখানে দুই প্রতিষ্ঠানের পরিচালকগণ, ম্যানেজারগণ, নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীরা একসাথে অংশগ্রহণ করেন। এই কেক কাটিং ছিল বনজৌর পরিবারের ঐক্য, বন্ধন ও নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। প্রেস বিজ্ঞপ্তি।











