বদিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। গত শুক্রবার রাতে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বদিকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় ডেপুটি জেলার সুমাইয়া খাতুন। বদির বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে দুদকের একটি মামলা বিচারাধীন রয়েছে।

গত ২১ আগস্ট টেকনাফ থানার একটি হত্যাচেষ্টা মামলায় বদিকে নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে কক্সবাজার আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৮ আগস্ট টেকনাফের কে কে পাড়া এলাকায় হত্যাচেষ্টার অভিযোগে বদিসহ ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন মোহাম্মদ আব্দুল্লাহ নামের একজন।

পূর্ববর্তী নিবন্ধসারবাহী জাহাজের আঘাতে মশুর ডালবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত
পরবর্তী নিবন্ধআমিরাতে ক্ষমা পাওয়া ১২ বাংলাদেশি ফিরলেন দেশে