বদলে যাবে সন্দ্বীপ পৌরসভার চিত্র

অবকাঠামো উন্নয়নে ৪০ কোটি টাকা বরাদ্দ

সন্দ্বীপ প্রতিনিধি | সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

অবকাঠামো উন্নয়নে বদলে যাবে সন্দ্বীপ পৌরসভার সামগ্রিক চিত্র। গড়ে তোলা হবে পৌর পার্ক। নির্মাণ করা হবে স্টেডিয়াম। থাকছে ৫ তলা বিশিষ্ট কিচেন মার্কেট। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ময়লা আবর্জনা সুনির্দিষ্ট স্থানে একত্রিত করা হবে। পৌরসভার ব্রিজ কালভার্টসহ রাস্তাঘাট প্রশস্তকরণ ও ড্রেনেজ ব্যবস্থাপনা তো থাকছেই এর সাথে। আর এসব নির্মাণ করা হবে ইউজিআইআইপি(টএওওচ) প্রকল্পের আওতায় তিনশত কোটি টাকা ব্যয়ে। প্রাথমিক পর্যায়ে ৪০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় এ প্রকল্পের অধীনে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে এলজিইডি কর্তৃক তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতি করণ সেক্টর (টএওওচ) শীর্ষক প্রকল্পটি সমপ্রতি অনুমোদন করা হয়েছে একনেকে। এ প্রকল্পের আওতায় ৬০টি পৌরসভায় প্রায় ৬ হাজার ৪০ কোটি টাকা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। যেখানে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দের ক্ষেত্রে সন্দ্বীপ পৌরসভার অবস্থান ১৪ তম। গতকাল রবিবার সকালে সন্দ্বীপ পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য তুলে ধরেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পর্যায়ক্রমে প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হবে সন্দ্বীপ পৌরসভায়। এ প্রকল্প বাস্তবায়ন হলে সন্দ্বীপ পৌরসভা একটি স্মার্ট পৌরসভায় রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করেন মেয়র সেলিম। এসময় তিনি জানান, সন্দ্বীপ পৌরসভায় একটা স্টেডিয়াম নির্মাণ, পৌরবাসীর জন্য পার্ক নির্মাণ, ১৬ থেকে ১৮ ফুট প্রসস্থ রাস্তাঘাট নির্মাণ করা হবে। এছাড়া খালবিলে আর যাতে ময়লা আবর্জনা ফেলতে না হয় সেজন্য পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে বৈর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এছাড়া প্রতিটি রাস্তা যাতে টেকসই হয় সেজন্য ড্রেনেজ ব্যবস্থাও এ প্রকল্পের আওতায় থাকছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএসিতে ধোঁয়া, আগুন আতঙ্ক শিক্ষাবোর্ডে
পরবর্তী নিবন্ধসকল কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি আমাদের আছে : হুইপ স্বপন