বদলে গেল প্রাথমিকের শপথ বাক্য

| বুধবার , ২১ আগস্ট, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ক্ষমতার পালাবদলে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশের শপথ বাক্যেও পরিবর্তন আনা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন শপথ বাক্য পাঠের নির্দেশনা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে, সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথবাক্য পাঠের সিদ্ধান্ত নিয়েছে। এই শপথ বাক্য পাঠের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

আগের শপথবাক্য থেকে বাদ পড়েছে বাঙালির মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অসামপ্রদায়িক চেতনার দেশ গড়ার অংশগুলো। নতুন শপথ বাক্যটি হল-‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/ মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

পূর্ববর্তী নিবন্ধরেলের টিকিট কালোবাজারি রোধে গঠন হচ্ছে টাস্কফোর্স
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার সঙ্গে নারী প্রতিনিধিদের বৈঠক