বদর যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়

বদর দিবসের আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ১০:০৪ পূর্বাহ্ণ

বদর দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বদর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়। মুসলিম বিশ্বের সকল সঙ্কট মোকাবেলায় বদর যুদ্ধের চেতনা ধারণ করতে হবে।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব : বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আয়োজনে চট্টগ্রাম রহমানিয়া দরবার শরীফে গত ১৮ মার্চ মহান জিহাদে বদর দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াতের সভাপত্বিতে সালাতু সালাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা, ইমামে আহলে সুন্নাত সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ্‌।

সৈয়দ আল্লামা ইমাম হায়াত বলেন, আইয়ামে জাহেলিয়াতের বাতিল জালিম অপশক্তির ধংসাত্মক গ্রাস থেকে কেয়ামত পর্যন্ত ঈমানদ্বীনখেলাফতমুসলিম মিল্লাত ও সমগ্র মানবতার রক্ষায় প্রাণাধিক প্রিয়নবীর সাথে মহান মকবুল সাহাবায়ে কেরামের অসীম ত্যাগ ও আত্মউৎসর্গ এবং ইসলামের প্রতিরক্ষায় বাতিলের মোকাবিলায় প্রথম বিজয় ও সব মুমিনের ঈমান জড়িত চির অবিস্মরনীয় মহান জিহাদে বদর দিবস।

দোহাজারী এলডিপি : চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) দোহাজারী পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল ও বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে দোহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও বদর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লেয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমএ জাফর, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, বরমা ইউনিয়ন এলডিপি সভাপতি মোসলেম খান, বরকল ইউনিয়ন এলডিপি সভাপতি সাইদ বিন খায়ের। দোহাজারী পৌরসভা এলডিপির আহবায়ক কমিটির সদস্য পলাশ দত্তের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবু নাছির মো. সালাউদ্দিন, মো. আলী, মুহাম্মদ জামাল উদ্দিন সওদাগর, কায়সার হামিদ, শহিদুল ইসলাম রিপন, মো. মুবিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ গফুর, মোহাম্মদ আলমগীর, করিম উদ্দিন রানা, শহিদুল ইসলাম রিক্সন, জাকের মাওলা, মোহাম্মদ আনিস, মোহাম্মদ আবু তৈয়বসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ইফতারের আগ মূহুর্তে দোয়া মোনাজাত পরিচালনা করেন দোহাজারী রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী জাকের হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, বদর যুদ্ধের শুরু ও শেষের ঘটনাপ্রবাহে বহুবিধ শিক্ষা রয়েছে। এর মধ্যে অন্যতম শিক্ষা হলো, জালিমকে আল্লাহ তাআলা একটা সময় পর্যন্ত সুযোগ দিলেও শেষ বিচারে মজলুমের হাতেই জালিমের শোচনীয় পরাজয় ঘটে।

পূর্ববর্তী নিবন্ধবাদল চন্দ্র দাশ
পরবর্তী নিবন্ধষড়যন্ত্রকারীদের রুখে দিতে বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে