‘বদর যুদ্ধের মূল হাতিয়ার হলো মুসলিম উম্মাহর ঈমানী চেতনা’

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা জামায়াত : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ১৭ রমজান বদর দিবস। মুসলিম উম্মাহর জন্য একটি অনুপ্রেরণাদায়ক দিন। হিজরী ২য় বর্ষে বদরের ময়দানে রাসুলুল্লাহ (সাঃ) এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন মুজাহিদ হাজার হাজার সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেন। এ যুদ্ধে মুসলমানদের তেমন কোন হাতিয়ার ছিল না। এ বিজয়ের মূল হাতিয়ার হলো মুসলিম উম্মাহর ঈমানী চেতনা। ঈমানের বলে বলীয়ান হয়ে সেদিন মুসলমানগণ নিজেদের সঁপে দিয়েছেন। আল্লাহর কাছে এ ঈমান এতই প্রিয় ছিল যে, সেদিন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের বিজয় দান করেছিল। বদরের বিজয় বাতিলের বিরুদ্ধে সম্মুখ সমরে মুক্তির প্রথম সোপান। বদরের বিজয় ইসলামী বিপ্লবের প্রথম সূতিকাগার।

দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত বদর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন নোমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী সহ প্রমুখ উপজেলা ও থানা নেতৃবৃন্দ।

বদরী সাহাবীদের ঈমানী চেতনার অনুসরণ ও যাকাত ভিত্তিক সমাজ উন্নযনে বিত্তবানদের এগিয়ে আসার আহবান পীরেতরিকত গোলামুর রহমান আশরফ শাহ।

দরবার এ বেতাগী আস্তানা শরীফ : বদর দিবস স্মরণে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বেতাগী আনজুমানে রহমানিয়ার আয়োজনে ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার সহযোগিতায় বৃহস্পতিবার ১৮ মার্চ,২০২৫ দরবার এ বেতাগী আস্তানা শরীফের বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয় । মাওলানা আরিফুর রহমান রাশেদ এর সঞ্চালনায় দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে শোহাদায়ে বদরের স্মরণে ও রমজানের তাৎপর্য শীর্ষক বক্তব্য রাখেন পোমরা জামেউল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মারফাতুন্নুর আলকাদেরী, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবেদী আলকাদেরী । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু জাফর মানিকি , জনাব আহমদ সাঈদ, মোহাম্মদ মমতাজুল হক, মাওলানা আলাউদ্দিন, অধ্যাপক বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, কেন্দ্রীয় পরিষদের সদস্য মুহাম্মদ শাহজাহান খান, আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম, মাওলানা মোহাম্মদ এস এম বদরুদ্দিন , মহানগরের সভাপতি গাজী মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ আলমশাহ, ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী মোহাম্মদ হারুন।

এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা আবু জাফর বাদশা, মাস্টার মোহাম্মদ সেলিম, মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন, মাওলানা দিদারুল আলম চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান রুমী, মধ্য বেতাগী শাখার সভাপতি মাস্টার দেলওয়ার হোসাইন সাইফু,সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ এসানুল করিম, অর্থসম্পাদক মোহাম্মদ সোলায়মান, মাওলানা নুরুল আলম জমির, রাঙ্গুনীয়া প্রবাসী পরিষদ ওমান’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল করিম,উপদেষ্ঠা মফিজুল হক,বেলাল হোসেন ,জাবেদ হাসান,মামুনল হক, াহজাদা বদরুদ্দিন মোহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, শাহজাদা হাফেজ কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান। সভাপতির বক্তব্যে দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ বদরী সাহাবীদের ঈমানী চেতনার অনুসরণ ও যাকাতভিত্তিক সমাজ উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতাল রোগী কল্যাণ সমিতিকে লাখ টাকা প্রদান
পরবর্তী নিবন্ধঅবিলম্বে বন্দরের ৪ হাজার শূন্যপদে স্বচ্ছতার সাথে নিয়োগ দিতে হবে