ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সিটি কপোরেশনের সাবেক মেয়র ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে গতকাল বদর দিবসের সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী পালিত কমসূচির মধ্যে ছিল– খতমে কোরআন, খতমে বোখারী, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, আলোচনা ও ইফতার মাহফিল। এইচ এম ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিকের সাবেক মেয়র মনজুর আলম বলেন, ঐতিহাসিক বদর যুদ্ধ ছিল পবিত্র ইসলামের প্রথম পরীক্ষা। এ যুদ্ধ ছিল সত্য ও অসত্যের চূড়ান্ত ফয়সালা। এ যুদ্ধের ফলে পবিত্র ইসলাম সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত হয়।
এ সময় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. লিয়াকত হোসেন, মাওলানা আবু তাহের, মাওলানা নুরুল ইসলামি ফারুকী, মাওলানা ছৈয়দ ইউনুচ রজভী সহ ৩১ জন আলেম, মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ ফারুক আযম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম সহ নানা শ্রেণি ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ছাত্রদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন সাবেক মেয়র এম. মনজুর আলম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা অছিয়র রহমান। প্রেস বিজ্ঞপ্তি।