বদরখালী পুলিশ ফাঁড়ি পুনরায় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

দেশে করোনাকালীন পরিস্থিতির সময়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া চকরিয়ার উপকূলীয় বদরখালী পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি অপরাধপ্রবণ এলাকা হয়ে উঠেছে সমুদ্র উপকূলীয় বদরখালী ইউনিয়নটি। এটি মহেশখালী, পেকুয়াসহ আশপাশের এলাকার একটি মোহনাও। তাই এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে করোনাকালীন বন্ধ করে দেওয়া সেই পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুনরায় চালু করার বিকল্প নেই। কারণ শুধুমাত্র গত একবছরে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে ডজনের বেশি খুনের ঘটনাও ঘটেছে। আর চুরি, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড তো এখানে একেবারে মামুলি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বন্ধ করে দেওয়া সেই পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুনরায় চালুর দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে মাঠে নেমেছেন হাজারো মানুষ। তাদের একটাই দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ এলাকার মানুষকে নিরাপদে রাখতে এই পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুনরায় চালু করতে হবে।

একাধিক হত্যাকাণ্ড, ধর্ষণকান্ড এবং চিংড়িজোনে ডাকাতি লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে বিঘ্নিত হচ্ছে বদরখালীতে। এমন পরিস্থিতিতে বদরখালীতে পুনরায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জোরালো হচ্ছে শ্রেনীপেশার নাগরিকদের মাঝে।

জনগণের যৌক্তিক এই দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে বদরখালী কলেজ গেইটস্থ চৌরাস্তার মোড়ে স্কুল, কলেজ, মাদরাসা পড়ুয়া হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচিীপালিত হয়। বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তারা বলেন, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সমবায়ী প্রতিষ্ঠান। বদরখালী ফেরিঘাট, মহেশখালী, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার সংযোগস্থল। দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্রে যাওয়াআসারও মূল স্থল ও নৌপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে বদরখালী। সব মিলিয়ে বদরখালী চকরিয়ার বড় অর্থনৈতিক এলাকা।

এসব বিবেচনায় ১৯৯৪ সালে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কয়েকটি কক্ষ নিয়ে অস্থায়ী বদরখালী পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। ২০১৫ সালের দিকে সমিতির স্থায়ী কার্যালয়ের ভবন নির্মাণকাজ শুরু হলে পুলিশ ফাঁড়ির কার্যক্রম বদরখালী বাজারের অদূরে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের পাশে স্থানান্তর করা হয়। কিন্তু করোনাকালে অস্থায়ী পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ করে দেয় কঙবাজার জেলা পুলিশ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, আমরা চূড়ান্তভাবে এটি আদায়ের জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন মনে করছি এটা আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বক্তব্য বাখেন বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সোলতানা,অধ্যক্ষ সাঈদ আনোয়ার তারেক, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াত আমীর ফরিদ উদ্দিন, পারভেজ মোশাররফ, আলাউদ্দিন, সুমাইয়া, মো. রাসেল মোহাম্মদ আবু নাঈম লিটন, মাস্টার জহির, মাস্টার জসিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ে দারুল উলুম মাদ্রাসার প্রবাসী পরিষদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধগড়দুয়ারায় খালে স্লুইচ গেট নির্মাণের জটিলতা কাটল