বডি বিল্ডার হারুনের ১০ বছরের সাজা

লোহাগাড়ার তৎকালীন ওসির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ৯:৫২ পূর্বাহ্ণ

লোহাগাড়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় হারুনুর রশিদ প্রকাশ বডি বিল্ডার হারুন নামে এক যুবককে ১০ কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। হারুন উপজেলার আধুনগর ইউনিয়নের সর্দানি পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। গতকাল সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার তৎকালীন ওসি মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অশালীন, মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে ২০১৭ সালের ৩০ আগস্ট মামলাটি দায়ের করেন থানার তৎকালীন এসআই মো. জাকির সিকদার।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন জানান, ২০১৭ সালে হারুনুর রশিদ প্রকাশ বডি বিল্ডার হারুন তার পরিচালিত বেশকিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে লোহাগাড়া থানার তৎকালীন ওসি মোহাম্মদ শাহজাহান নামে বিভিন্ন অশালীন কুরুচিপূর্ণ মানহানীকর লেখা ও ছবি পোস্ট, শেয়ার এবং কমেন্ট করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তথ্য প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ও ৬৬ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বিচার প্রক্রিয়ায় উক্ত মামলায় ২৮ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর তৎকালীন সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম, সাতকানিয়ালোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় হারুনুর রশিদ প্রকাশ বডি বিল্ডার হারুন নামে ওই যুবককে ১০ কারাদণ্ড দেন চট্টগ্রাম ট্রাইব্যুনালের বিচারক। ২০১৭ সালের ১৯ জুন মামলাটি দায়ের করেন লোহাগাড়া যুবলীগের তৎকালীন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী আরজু।

পূর্ববর্তী নিবন্ধআরব সাগরে মাছ ধরতে গিয়ে বোয়ালখালীর এক প্রবাসীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগে মিলল ৪ কোটি টাকার ইয়াবা