বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

জমি নিয়ে বিরোধ

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৫:২৪ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদমে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। নিহতের নাম নুরুল আবছার মামুন (২১)। গতকাল শনিবার সকালে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আবছার ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়ে তারা। এ সময় বড় ভাই আবু মুছার লাঠির আঘাতে সৎ ছোট ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাকারী সৎ ভাই আবু মুছা পলাতক রয়েছে। ঘটনার পর স্থানীয়রা আঘাতপ্রাপ্ত সৎ ভাইকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দায়িত্বরত চিকিৎসক সৌরভ জানান, নিহতের মাথায় লাঠি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতেই মৃত্যু হয়েছে যুবকের।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, সৎ ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি এখনো তদন্তাধীন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাড়ি থামিয়ে গিয়াস কাদেরের কর্মী-সমর্থকদের মারধর
পরবর্তী নিবন্ধ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুল