বড় দিঘির পাড় ও হাটহাজারী মোড়ে ফ্লাইওভার জরুরি

| রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

উত্তর চট্টগ্রামের প্রবেশদ্বার হিসেবে হাটহাজারীঅক্সিজেন রোডই চলাচলের জন্য ব্যবহার করে লাখো মানুষ। এটি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সাথে যুক্ত। প্রতিনিয়ত গাড়ি চলাচল করে এই রোড দিয়ে। ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার মানুষও চট্টগ্রাম শহরে আসার জন্য এই সড়ক ব্যবহার করে থাকে। এই রোড দিয়ে অনেকেই চট্টগ্রাম শহরে অফিসে প্রতিদিন আসা যাওয়া করে। লাখো মানুষের যাতায়াতের রাস্তা হলো অক্সিজেনহাটহাজারী সড়কটি। নিজ গন্তব্যে ফেরার জন্য অন্য কোন পথ নেই মানুষের। প্রতিদিনের যাত্রায় বড় দিঘির পাড় ও হাটহাজারী মোড়ে অনেক সময় জ্যামে অতিষ্ঠ হয়ে যায়। এই রোড দিয়ে রাতদিন গাড়ি চলতে থাকে। এছাড়াও হাটহাজারী মোড় থেকে একদিকে ফটিকছড়িখাগড়াছড়ি যাওয়া হয়। অন্য রোড দিয়ে রাউজান, রাঙ্‌গুনিয়া সহ পার্বত্য রাঙ্গামাটিতেও যাওয়া হয়। এই রোডের মধ্যে রাস্তায় গাড়ি রাখার কারণে রাস্তাটা অনেক জায়গায় ছোট হয়ে যায়। যার কারণে ফতেয়াবাদ, চৌধুরীহাট সহ কয়েকটি জায়গায় জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় অনেক গাড়িকে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ থাকবে বড় দিঘির পাড় ও হাটহাজারী মোড়ে যেন ফ্লাইওভার করা হয়।

রায়হান উদ্দিন

শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধড. মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষাবিদ জ্ঞানতাপস
পরবর্তী নিবন্ধমাদকমুক্ত সমাজ বিনির্মাণে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে