বড় উল্লম্ফনে পুঁজিবাজারে সেঞ্চুরি পার

| শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৭:১০ পূর্বাহ্ণ

মন্দাভাব কাটানোর আভাসের মধ্যে দীর্ঘদিন পর দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচকে বড় উল্লম্ফন হয়েছে; একদিনেই প্রধান সূচক বেড়েছে ১২৩ পয়েন্টের বেশি। আগের কয়েকদিন অল্প অল্প করে সূচক ইতিবাচক থাকার মধ্যে গতকাল বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই বাড়তে থাকে সূচক, যা এক পর্যায়ে ১৩১ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। শেষের দিকে সমন্বয়ের জন্য শেয়ার বিক্রির পরিমাণ বাড়লে ডিএসইএক্স ১২৩ পয়েন্ট বেড়ে দিন শেষ হয়। খবর বিডিনিউজের।

দিনভর সূচকের উত্থান প্রবণতা বিনিয়োগকারীদের আশাবাদী করলে বিক্রির চেয়ে শেয়ার কেনার বাড়লে তা সূচককে ঊর্ধ্বমুখী রাখে; লেনদেন বাড়াতেও যা ভূমিকা রাখে। গত ৩১ মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ সূচকের উত্থান। এর আগে ডিএসইতে একদিনে সূচকে ১৪৩ পয়েন্ট যোগ হয়েছিল ২০২১ সালের ১ ডিসেম্বর। এরপর সূচক একদিনে এতটা বাড়েনি। এদিন দিন শেষে ডিএসইএঙের অবস্থান ছিল ৫ হাজার ৪৯৭ পয়েন্টে। গত ১৬ মে এর পরে এটিই সূচকের সর্বোচ্চ অবস্থান। সেদিন সূচক উঠেছিল ৫ হাজার ৫১৭ পয়েন্টে। এর পরে মাঝে ১১ জুন সূচক ৫ হাজার ৭০ পয়েন্টে নেমে এসেছিল।

ডিএসইতে একই সঙ্গে এদিন লেনদেনও গতি পায়। দিন শেষে ৭৭০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। গত ১৩ মে এর পর এত পরিমাণ লেনদেন আর হয়নি। সেদিন লেনদেন হয়েছিল ৯৬৮ কোটি টাকার। এ নিয়ে সদ্য শুরু হওয়া ২০২৪২৫ অর্থবছরের প্রথম তিন দিন সূচক ইতিবাচক থাকল; টানা দরপতনের মধ্যে পুঁজিবাজারে এতে করে সূচক ফিরে পেল ১৬৯ পয়েন্ট।

নানা কারণে বেশ কিছু দিন থেকে দরপতনের বৃত্তে থাকা পুঁজিবাজারে মে ও জুন মাসে মন্দাভাব দেখা দেয়। নতুন করে মূলধনী মুনাফায় কর বসানোর প্রস্তাব ও পরিচালকদের শেয়ার হস্তান্তরে উৎসে কর বাড়ানোর খবরে আবার দরপতন শুরু হয়। কয়েকবছর পর অর্থমন্ত্রী বাজেটে ৫০ লাখ টাকার বেশি মুনাফার ওপর কর ফিরিয়ে আনেন।টানা দরপতন ও লেনদেনে খরার মধ্যে বিনিয়োগকারীদের এমন মনস্তাত্বিক অবস্থায় গত ১২ জুন থেকে পুঁজিবাজারে ধীরে ধীরে অংশগ্রহণ বাড়তে থাকে, শেয়ারগুলো হারানো দর একটু একটু করে ফিরে পেতে থাকে। সেই ধারাবাহিতকায় সপ্তাহের শেষদিনে সূচকে উল্লম্ফন হল।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধচুয়েটের এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার পাচ্ছে আন্তর্জাতিক সম্মাননা