বড়শিতে ধরা পড়ল ২৮ কেজির দুই কোরাল

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৭:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীতে দুই জেলের বড়শিতে ধরা পড়লো ২৮ কেজি ওজনের দুইটি কোরাল মাছ। মাছগুলো কেজি প্রতি ১০৫০ টাকা করে মোট ২৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। গতকাল বুধবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়ন ওয়াব্রাং দিয়ে নাফনদী থেকে মাছ দুটি বড়শিতে ধরা পড়ে। পরে মাছগুলো জেলেদের কাছ থেকে আলী আহমদ নামের এক মাছ ব্যবসায়ী কিনে নেন। তিনি বলেন, বুধবার সকালে হ্নীলা ইউনিয়ন এলাকার মোহাম্মদ ইসমাইল ও জামাল ২৮ কেজি ওজনের দুইটি কোরাল মাছ বাজারে বিক্রি করতে আনেন। পরে তার সাথে দরকষাকষি শেষে কেজি ১০৫০ টাকা করে ২৯ হাজার ৪০০ টাকায় কিনে নিই। তিনি আরো বলেন, প্রায় সময় নাফনদীতে জেলেদের বড়শিতে বড় কোরালসহ বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে। এতে জেলেরা খুব আনন্দিত হয়। ক্রয়কৃত মাছগুলো বেশি দামে বিক্রি করার জন্য কক্সবাজারে নিয়ে যান বলে জানান তিনি। জেলে মোহাম্মদ ইসমাইল ও জামাল বলেন, সকালের দিকে বড়শি নিয়ে নাফনদীর ওয়াব্রাং এলাকায় মাছ ধরার জন্য যাই। প্রায় ২ ঘণ্টা পরে বড়শিতে ২৮ কেজি ওজনের দুইটি বড় কোরাল ধরা পড়ে। এরপর অন্যান্য জেলেদের সহায়তায় মাছ দুটি হ্নীলা বাজারে কেজি ১০৫০ টাকা করে ২৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। এ বিষয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এই নাফ নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। শীত মৌসুমে নাফ নদীতে বড়শি ফেললে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদি চিটাগং ট্রাস্টের সভা
পরবর্তী নিবন্ধকংক্রিটের কোলে সাগর লতার ফুল