কর্ণফুলীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭, থানায় মামলা

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। গত বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার জুলধা (৮ নাম্বার ওয়ার্ড) সেকান্দর মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তসলিমা আক্তার (৩০), আবদুল কাদের (৩৫), নুর বানু (৫২), ইয়াছিন (২০), প্রতিপক্ষের মো. সৈয়দ (৪৮) মো. হোসেন (২৫) এবং মো. মান্না (২৩)।

এ ঘটনায় বুধবার (০১ জানুয়ারি) তসলিমা আক্তার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং ০১।

ঘটনা ও এজাহার সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে থাকা মুরগি পালনের বাসস্থান ভেঙে যাওয়ায় দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়। ঘটনার পর থেকেই ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এক পক্ষের মামলা হয়েছে। আরেক পক্ষও মামলা করতেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ১২ শর্তে এম এ আজিজ স্টেডিয়াম পেল বাফুফে
পরবর্তী নিবন্ধইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র-সরঞ্জাম উদ্ধার