বড়দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা অমানবিক

--- জেলেনস্কি

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

বড়দিনে ইউক্রেনজুড়ে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এ হামলা অমানবিক। রাশিয়া জেনেবুঝে বড়দিনকে হামলার জন্য বেছে নিয়েছে বলে অভিযোগ করে জেলেনস্কি বলেছেন, প্রতিটি বড় ধরনের হামলার প্রস্তুতির জন্য রাশিয়া সময় নেয়। এ হামলা কখনোই তাদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়। রাশিয়া জেনেবুঝে কেবল লক্ষ্যবস্তুই নয়, সময় ও তারিখও বেছে নিয়েছে। খবর বিডিনিউজের।

তিনি বলেন, আজ, পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের লক্ষ্য আমাদের জ্বালানি খাত। তারা ইউক্রেনের গুরুতর ক্ষতি করার জন্য যুদ্ধ করছে।

পূর্ববর্তী নিবন্ধআইয়ুব বাচ্চুর সুরে সুমনের গান
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৫