বড়থলি ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে বিলাইছড়ি থানায় হত্যা মামলা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতোমং মারমার মৃত্যুর ঘটনায় বিলাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার ইউপি চেয়ারম্যান আতোমং মারমার বড় ভাই ক্যাচিমং মারমা ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১২ জনকে আসামি হয়েছে।

গতকাল শনিবার দুপুরে বিলাইছড়ি থানার ওসি মোহাম্মদ আকতার হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় নিহত চেয়ারম্যানের বড় ভাই ক্যাচিমং মারমা বিলাইছড়ি থানায় বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেছেন। ওসি বলেন, এটি যেহেতু চাঞ্চল্যকর হত্যা মামলা তাই জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও তদন্তের স্বার্থে আসামিদের নাম জানাতে পারছি না।

প্রসঙ্গত, গত ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন শেষে বড়থলি ইউনিয়নের বড়থলি মারমা পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন চেয়ারম্যান আতোমং মারমা। ওই সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আতোমং মারমা। স্থানীয়রা তাকে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ৯ দিন পর গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আতোমং মারমা।

পূর্ববর্তী নিবন্ধমক্বামে ইবরাহিম হজ কাফেলার হজ প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সংবাদ পত্র হকার্স ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা