বড়গাং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান

| রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

আগ্রাবাদস্থ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার ও বড়গাং বৌদ্ধ বিহারের যৌথ উদ্যোগে কঠিন চীবর দানোৎসব গত ১০ নভেম্বর কর্ণফুলী থানার দক্ষিণ শাহমিরপুর লিচুতলা এলাকায় কেপিজেড সংলগ্ন মাঠে অধ্যক্ষ বিজয়ানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ১ম দিবসে প্রধান অতিথি ছিলেন এলজিইডির উপপরিচালক ইঞ্জিনিয়ার উজ্জ্বল ত্রিপুরা।

২য় দিবসে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান আলহাজ ফারুক আহমেদ চৌধুরী।অতিথি ছিলেন বড়গাং বৌদ্ধ বিহারের প্রধান উপদেষ্টা মনতোষ চাকমা, চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা, প্রিয়দর্শী চাকমা, প্রশান্ত বড়ুয়া, সুনীলময় চাকমা, সুস্বপন চাকমা, সি এম পি এডিশনাল এসপি নোবেল চাকমা, সহকারী পুলিশ কমিশনার মুকুর চাকমা, ডিবি ইন্সপেক্টর লিটন চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য ববিতা বড়ুয়া, অধ্যক্ষ বুদ্ধবংশ মহাথের, কল্যানমিত্র মহাথের, জ্যোতি মহাথের, সাধনা জ্যোতি মহাথের, শান্ত জ্যোতি মহাথের, আর্য মহাথের, জ্ঞান রক্ষিত মহাথের, . জিনবোধি মহাথের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারী ক্লাব চিটাগাং খুলশীর সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধচলতি মাসে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিধিলি’