বটতলী রুস্তম হাটে দুই দোকান পুড়ে ছাই

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার ব্যস্ততম বটতলী রুস্তম হাটে অগ্নিকাণ্ডে জননী টেলিকম ও মান্নান ক্লথ স্টোর নামের দুটি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে নিউ হাজী ইমাম শপিং সেন্টারে এই আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়দের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে শত কোটি টাকার সম্পদ পুড়ে যাওয়ার পাশাপাশি অনেক প্রাণহানির শংকা ছিল বলে জানায় হাজী ইমাম শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর হোসেন।

তিনি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে রুস্তমহাট বাজারের নিউ হাজী ইমাম শপিং সেন্টারে আগুন দেখতে পেলে ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে এগিয়ে আসে শত শত ব্যবসায়ী ও এলাকাবাসী। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে ছুটে যায়।

কিন্তু তার আগে দুইটি দোকান পুড়ে যায়। তবে ঠিক সময়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে শত শত কোটি টাকার সম্পদ পুড়ে যেত, আশঙ্কা ছিল প্রাণহানিরও।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধগরীব অসহায় শীতার্ত মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহবান