বটতলী ইউনিয়নে উপনির্বাচন ২৭ জুলাই, ভোট হবে ইভিএমে

আনোয়ারা প্রতিনিধি

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদে আগামী ২৭ জুলাই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা২ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, ৫ জুলাই মনোনয়ন যাচাইবাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, ১১ জুলাই প্রতীক বরাদ্দ ও ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৭ জুলাই বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইভিএমে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করায় বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম..মান্নান চৌধুরী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার কারনে পদ টি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে। গতকাল বৃহস্পতিবার উপনির্বাচনের তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, বাস হেলপার আহত
পরবর্তী নিবন্ধমদ পান করায় তিনজনের কারাদণ্ড