আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহায়তায় গত মঙ্গলবার ৪শ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দীন আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ, ইউপি সদস্য মো. ইসমাইল প্রমুখ।