‘বঞ্চিত’ ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকারের দেড় দশকে জনপ্রশাসনে ‘বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া’ কর্মকর্তাদের মধ্যে ৭৬৪ জনকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধাসহ পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, কমিটি নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন দেওয়ায় প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন। কমিটি সুপারিশসহ রিপোর্ট দিয়েছে। তারা ১৫৪০ জনের মত আবেদন পেয়েছিলেন। সেটা যাচাইবাছাই করে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে। সুপারিশ পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত ‘বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া’ সচিব থেকে শুরু করে উপসচিব পর্যায়ের কর্মকর্তারা এই তালিকায় রয়েছেন। খবর বিডিনিউজের। এখন প্রশাসনে বিগত সরকারের দোসর রয়ে গেছেএমন আলোচনা রয়েছে। তাদের বিষয়ে সরকারের অবস্থান কী জানতে চাইলে উপ প্রেস সচিব বলেন, প্রশাসনে রদবদল নিয়মিত প্রক্রিয়া। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কয়েক হাজার রদবদল হয়েছে। এটা চলমান রয়েছে। সরকার যখনই যেখানে প্রয়োজন মনে করছে। সেখানে কাউকে পদোন্নতি দিচ্ছে, বদলি বা পদায়ন করছে। কারো বিরুদ্ধে আগের সরকারের সঙ্গে কাজ করার বা সুবিধা ভোগের গুরুতর অভিযোগ আসছে, এটা তাদের ক্ষেত্রে হচ্ছে। আবার প্রশাসনিক অন্যান্য কারণেও হচ্ছে। প্রধান উপদেষ্টার দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পর্যালোচনা কমিটির প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে সদস্যরা গতকাল সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখানে মুহাম্মদ ইউনূসের হাতে সুপারিশসহ প্রতিবেদনটি তুলে দেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধর‌্যাবের বিলুপ্তি চায় বিএনপি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ইউএনএইচসিআর ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত