বঞ্চিত শিক্ষক সমাজ

কাজী নাজরিন | বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক আমাদের শিক্ষাগুরু এইসব মহান বাণী মুখে এবং পুস্তকে আছে বাস্তবে নেই। যুগ যুগ ধরে শিক্ষকদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে ন্যায্য অধিকার থেকে। শিক্ষক সমাজের সবচেয়ে অবহেলিত এবং নিচুতলার মানুষ যেমনটা অভিজ্ঞতা থেকে বলছি। যুগে যুগে কালে কালে শিক্ষকদের কথা শোনার মতো কারো সময় হয়ে ওঠেনি। এদিকে শিক্ষক শ্রেণি সম্মানের নামমাত্র বিশাল ঝুলি কাঁধে নিয়ে মানবেতর জীবন পার করছে। সমাজে সুন্দর করে চলার মতো শিক্ষকদের বেতন ভাতা দেয়া হয়নি কখনও। ছাত্রদের সাথে ঠিকই আমরা সবাই মানে সমস্ত জাতি এক হয়ে অংশগ্রহণ করেছি কারণ ছাত্র মানে আমাদের সন্তান, ছাত্র মানে আমাদের আবেগ, ছাত্র মানে আমাদের ভালোবাসা পক্ষান্তরে শিক্ষকদের পাশে আসলে কখনো কেউ ছিল না। নামমাত্র সম্মানের থলে নিয়েই উনারা শিক্ষা বিলিয়ে যাচ্ছেন। এছাড়াও শিক্ষকদের নানাভাবে নির্যাতন করা হচ্ছে গভর্নিং বডি /ম্যানেজিং কমিটি নামক কালো নখের থাবা দিয়ে। আরও আছে নিয়োগ দুর্নীতি যেখানে প্রকৃত মেধাবী শিক্ষকদের মেধার মূল্যায়ন না করে লক্ষ লক্ষ টাকায় নিয়োগ দেয়া হয়েছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক। এছাড়া বিশ্ববিদ্যালয় গুলোতেও চলে একই কায়দায় নিয়োগ বাণিজ্য।

যাদের প্রভাব এবং অর্থের কাছে হার মানতে হচ্ছে প্রকৃত মেধাবীদের। পদোন্নতি ও হচ্ছে ঠিক একই কায়দায়।

দেশের এই ক্রান্তিলগ্নে আবারও শুরু হয়েছে শিক্ষকদের উপর নানান ধরনের হয়রানি। যা হয়েছে এবং ঘটে চলেছে এইসব কিছুই কাম্য নয়। সুতরাং সবাইকে আহবান করবো আসুন আমরা সবাই শিক্ষকদের সম্মান করি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সব অনিয়ম দূর করে একটা সুন্দর সমাজ গড়ে তুলি। যেখানে আমাদের শিক্ষকদের দেয়া হবে প্রকৃত সম্মান। আমরা সবাই শিক্ষকদের কথাগুলো যত্নের সাথে শুনতে চেষ্টা করি। শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক আমাদের শিক্ষাগুরু সেটা মনে মগজে ধারণ করি।

পূর্ববর্তী নিবন্ধ‘আমার সোনার বাংলা’ গানটি বাঙালির অস্তিত্বে মিশে আছে
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে