বীর বাঙালির বুকের ভেতর
নিয়ে আপন আসন
ছড়িয়ে দিলেন বঙ্গবন্ধু
অগ্নি ঝরা ভাষণ।
সেই ভাষণে শোষক রাজের
লাগলো ভীতির কাঁপন
স্বৈরাচার আর জুলুমবাজির
হলো মরণ যাপন।
বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ
সেই ভাষণের আগুন
হতাশ জাতির জন্যে আনে
স্বাধীনতার ফাগুন।
বঙ্গবন্ধুর বজ্রভাষণ
বিশ্ব বিবেক মাতায়
বজ্রভাষণ থাকবে অমর
ইতিহাসের পাতায়।








