প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় রাউজানে ব্যাপকভাবে তাল বীজ রোপন করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগের একটি প্রকল্পে এসব তাল বীজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে রোপন করা হচ্ছে। গত শনিবার পশ্চিম গুজরা ইউনিয়নে তাল বীজ রোপন করা হয়েছে দুই শতাধিক। চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। ইউনিয়নের হাড্ডিয়াপাড়া রাস্তার দুই পাশে বীজ রোপন কালে তিনি বলেন, বজ্ররোধক তালগাছ নির্বিচারের কাটার ফলে প্রতিবছর বজ্রপাতে শত শত মানুষ মারা যাচ্ছে। আগামী প্রজন্মকে বজ্রপাত থেকে রক্ষায় জনপ্রতি একটি করে তাল বীজ রোপন করা দরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা সার্ব্বির আহমদ, সঞ্জীব কুমার সুশীল, ইমরান হোসেন, মিল্টন দাশ, সোহেল রানা, মোহাম্মদ রফিক, সাফায়েত হোসেন তৌহিদ এম ইব্রাহীম, আকবর আলী জয়, শাওন বড়ুয়া, ফয়সাল মাহমুদ।
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বজ্রপাত থেকে রক্ষা পেতে পৌরসভা এলাকার শিবপুর ৯নং ওয়ার্ডসহ পুরো উপজেলায় বিভিন্ন স্থানে ১২শ’ তালবীজ ও চারা রোপন কার্যক্রম গ্রহন করা হয়েছে। তার অংশ হিসেবে গত রবিবার পৌর সদরের সিবপুর এলাকায় তাল বীজ বোপন উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ্ আলম, আইপি এম ক্লাবের সভাপতি নুরুল আলম মানিক,সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, স্থানীয় কৃষক মো. মনির উদ্দিন, মো. সালাউদ্দীন প্রমুখ।
এদিকে উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্রনাথ বলেন, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অধীন সীতাকুণ্ড উপজেলায় ১ হাজার তালের বীজ ও ২শ’ তালের চারা লাগানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তালের বীজ বপন করা হচ্ছে। প্রত্যেক ব্লকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে তালের বীজ পর্যায়ক্রমে বপন করা হবে।তিনি আরো বলেন, ঘনঘন বজ্রপাত হওয়ার কারণে এবং বজ্রপাত থেকে রক্ষাপেতে সীতাকুণ্ডে তালের বীজ বপন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।