বছর শেষে বছর আসে

ঊর্মি বড়ুয়া | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

বছর শেষে বছর আসে

বছর বছর নতুন সন

এই বছরের পাতায় পাতায়

কিইবা নুতন কি পুরাতন?

দিন তারিখ মাস হপ্তা

এক নামে এক পরিচয়

অদলবদল করে কেবল

এই সংখ্যা, সে সংখ্যায়।

নতুন আলোয় নতুন প্রভাত

নতুন করে হয় কি রবি?

পুরনো সে সূর্যের আলোয়

দেখি আগের পুরান ছবি।

নতুন বলে হয় না কিছু

নতুন করো কেবল চিন্তা

নষ্ট সময় বাদ দিয়ে

নতুন যদি হয় মানসিকতা।

নতুন করে সাজাও যদি

পুরানো সব মিছে জঞ্জাল

সত্যি সুন্দরের আলোতে হবে

আশাময় উজ্জ্বল নতুন সাল।

পূর্ববর্তী নিবন্ধসুরেশচন্দ্র সমাজপতি : সাহিত্য পত্রিকার সম্পাদক
পরবর্তী নিবন্ধনববর্ষ উদযাপন ও প্রাসঙ্গিক কিছু কথা