বছর শেষে বছর আসে
বছর বছর নতুন সন
এই বছরের পাতায় পাতায়
কি–ইবা নুতন কি পুরাতন?
দিন তারিখ মাস হপ্তা
এক নামে এক পরিচয়
অদলবদল করে কেবল
এই সংখ্যা, সে সংখ্যায়।
নতুন আলোয় নতুন প্রভাত
নতুন করে হয় কি রবি?
পুরনো সে সূর্যের আলোয়
দেখি আগের পুরান ছবি।
নতুন বলে হয় না কিছু
নতুন করো কেবল চিন্তা
নষ্ট সময় বাদ দিয়ে
নতুন যদি হয় মানসিকতা।
নতুন করে সাজাও যদি
পুরানো সব মিছে জঞ্জাল
সত্যি সুন্দরের আলোতে হবে
আশাময় উজ্জ্বল নতুন সাল।